Home » চীন সফর শেষে বিমান বাহিনী প্রধানের দেশে প্রত্যাবর্তন

চীন সফর শেষে বিমান বাহিনী প্রধানের দেশে প্রত্যাবর্তন

Author: আইএসপিআর

ঢাকা, ১৩ নভেম্বরঃ- বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি চীন সফর শেষে সোমবার, ১২-১১-২০১৮ তারিখে দেশে প্রত্যাবর্তন করেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চীনে অনুষ্ঠিতব্য 5th International Military Flight & Training Conference এ অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি PLA Air Force এর কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা পারস্পারিক দ্বিপাক্ষিক বিষয়ে মত বিনিময় করেন।

এছাড়াও বিমান বাহিনী প্রধান জুহাই এয়ার শোতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানদের সাথে পেশাগত বিষয়ে মত বিনিময় করেন। চীনে অবস্থাানকালে বিমান বাহিনী প্রধান PLA ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি, AVIC, চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাাপনা পরিদর্শন করেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

সম্পর্কিত পোস্ট