Home » জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা ২০১৬ এ বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন

জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা ২০১৬ এ বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন

Author: আইএসপিআর

ঢাকা, ০৯ সেপ্টেম্বর : গত ০৩ সেপ্টেম্বর হতে ০৮ সেপ্টেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়াম এ অনুষ্ঠিত টেবিল টেনিস ফেডারেশন কর্তৃক আয়োজিত ৩৬ তম সাউথ ইষ্ট ব্যাংক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ ২০১৬ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উক্ত প্রতিযোগিতায় সর্বমোট ৪২ টি ক্রীড়া সংস্থার আনুমানিক ৩০০ জন প্রতিযোগী টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ০৫ টি স্বর্ণ ও ০২ টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়াও প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরুষ ও মহিলা খেলোয়াড় বাংলাদেশ সেনাবাহিনী হতে নির্বাচিত হয় । বাংলাদেশ সেনাবাহিনীর রহিমা আক্তার শ্রেষ্ঠ মহিলা খেলোয়াড় এবং খন্দকার আল মাহবুব শ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড়ের গৌরব অর্জন করেন । জেলা প্রশাসক, পটুয়াখালী জেলা প্রতিযোগিতায় উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

উল্লেখ্য যে, ২০১৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর টেবিল টেনিস দলটি সংগঠিত হয় এবং অতি অল্প সময়ের মধ্যে দলটি এই বিশেষ ফলাফল অর্জনে সক্ষম হয় ।

সম্পর্কিত পোস্ট