Home » ঢাকা সেনানিবাসস্থ শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজের বিজ্ঞান মেলা-২০১৬ সমাপ্ত

ঢাকা সেনানিবাসস্থ শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজের বিজ্ঞান মেলা-২০১৬ সমাপ্ত

Author: আইএসপিআর

Science-Fair-Sagc (2)ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০১৬ঃ  ঢাকা সেনানিবাসস্থ শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ এর বিজ্ঞান মেলা- ২০১৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার (০৩-০৯-২০১৬) কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মাহমুদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলা-২০১৬ পরিদর্শন করেন এবং পুরস্কার বিতরণ করেন।

বিজ্ঞান মেলায় ৩০টি কলেজের প্রায় ১৫০টি স্টল ছিল। এতে প্রায় ২০০টিরও অধিক প্রজেক্ট প্রদর্শিত হয়। প্রজেক্টগুলো মূলত ম্যাকানিক্যাল, নন-ম্যাকানিক্যাল ও আইটি এই তিনভাগে বিভক্ত ছিল। উক্ত বিভাগগুলোর সিনিয়র শাখা ও জুনিয়র শাখার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারী সব স্টলকেই সনদপত্র প্রদান করা হয়।

প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌছলে তাঁকে স্বাগত জানান কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ রশিদুল ইসলাম খান। বিজ্ঞান মেলা-২০১৬-তে কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট