Home » বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন এর ১২তম সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন এর ১২তম সাধারণ সভা অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০১৬ :  বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন এর ১২তম সাধারন সভা আজ সোমবার (১৯-১২-২০১৬) ঢাকা সেনানিবাসস্থ  সশস্ত্র বাহিনী বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান  বাংলাদেশ রাসায়নিক অস্ত্র কনভেনশন ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান, আরসিডিএস, এনডিসি, এএফডবি-উসি, পিএসসি, পিএইচডি ।

সভায় রাসায়নিক অস্ত্র কনভেনশনের উদ্দেশ্য পূরণকল্পে তফসিলভূক্ত রাসায়নিক দ্রব্যের উৎপাদন/ব্যবহার এবং তফসিলবর্হিভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্যের  উৎপাদন সংক্রান্ত সামগ্রিক তথ্য উপাত্ত (Aggregate National Data) প্রস্তুতির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয় ।  এছাড়াও,  এসব রাসায়নিক দ্রব্য  ব্যবহারে সম্ভাব্য ঝুঁকি এবং তা মোকাবেলার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত এনরোলমেন্ট সফটওয়্যার, চট্টগ্রাম কাস্টম ট্রেনিং একাডেমি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষন কারিকুলামে রাসায়নিক অস্ত্র কনভেনশন সম্পর্কিত মডিউল সমূহ অন্তর্ভূক্তিকরন, প্রশিক্ষন কারিকুলাম, রাসায়নিক কারখানা সমূহের জাতীয় কর্তৃপক্ষ কর্তৃক তালিকাভূক্তি এবং ভবিষ্যত কর্মকান্ড সম্পর্কেও আলোচনা করা হয় । এছাড়াও, যে কোন রাসায়নিক দূর্যোগ সংক্রান্ত কর্মসূচী প্রস্তুতির  প্রয়োজনীয়তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে রাসায়নিক অস্ত্র কনভেনশনের আওতায় এ্যাসিসট্যান্স এন্ড প্রোটেকশন বিষয়ক প্রশিক্ষন প্রদানের জন্য পার্সোনাল প্রক্টেটিভ ইকুইপমেন্ট ত্র্রয়ের প্রয়োজীয়তা এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক স্থল, নৌ ও বিমান বন্দরের কাষ্টম হাউজসমূহের এন্ট্রিপয়েন্টগুলোতে বিষাক্ত রাসায়নিক দ্রব্যের পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবরেটরীসমূহ সচল করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয় ।

সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা এবং তিন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন এর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট