Home » বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনা ঃ পাইলট অক্ষত

বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনা ঃ পাইলট অক্ষত

Author: আইএসপিআর

চট্টগ্রাম, ২৮ ডিসেম্বরঃ- গতকাল আনুমানিক সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট বাংলাদেশ বিমান বাহিনীর ২টি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান কক্সবাজারের মহেশখালি এলাকায় বিধ্বস্ত হয়েছে। বিমান ২টি প্রশিক্ষণ উড্ডয়নে নিয়োজিত ছিল । বিমানের ৪ জন বৈমানিক সাফল্যজনকভাবে বিমান হতে Eject (বিমান হতে প্যারাসুটের মাধ্যমে অবতরণ) করেন এবং তাদের সকলকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে বিমান বাহিনীর মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ AW-139 হেলিকপ্টারের মাধ্যমে রাত্রিকালীন উদ্ধার করে বা বি বা ঘাঁটি জহুরুল হকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে বাংলাদেশ নেভাল হাসপাতাল (বিএনএস) পতেঙ্গা, চট্রগ্রামে স্থানান্তর করা হয়। আর অন্য একজন পাইলটকে বিএএফ ঘাঁটি কক্সবাজারের গ্রাউন্ড রেসকিউ টিম উদ্ধার করে প্রথমে কক্সবাজারে নেয়া হয়। পরবর্তীতে তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে প্রথমে চট্রগ্রামের জহুরুল হক ঘাঁটিতে এবং পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতাল, চট্রগ্রামে নেয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে যে, কোন পাইলটের আঘাতই গুরুতর নয়। এখানে উল্লেখ্য যে, উক্ত দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট