Home » বিইউপিতে ‘Strategic Leadership for Sustainable Economic Development’ শীর্ষক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠিত

বিইউপিতে ‘Strategic Leadership for Sustainable Economic Development’ শীর্ষক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ১৬ নভেম্বর ২০১৬: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এ ব্যবসা অনুষদের উদ্যোগে ‘Strategic Leadership for Sustainable Economic Development’  শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন আজ বুধবার (১৬-১১-২০১৬) মিরপুর সেনানিবাসস্থ বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক আরসিডিএস,পিএসসি।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, টেকসই উন্নয়ন হচ্ছে এমন একটা উন্নয়ন যা বর্তমান জনসংখ্যার সার্বিক প্রয়োজনই শুধু মেটাবে না, বরং এটা ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটাতেও সমর্থ হবে। বিশ্বের অনেক দেশ বর্তমানে টেকসই উন্নয়ন ঘটাতে বিভিন্ন নীতি ও কৌশল তৈরী ও বাস্তবায়ন করেছে এবং বাংলাদেশও একইভাবে টেকসই উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ টেকসই উন্নয়ন ঘটাতে চেষ্টা করছে।

সেমিনারে প্রবন্ধবক্তা হিসেবে উপস্থিত ছিলেন অক্্রফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যালকম এইচ.বি ম্যাকডোনাল্ড; ড: জাহিদ হুসাইন, প্রধান অর্থনীতিবিদ,দ: এশিয়া ফাইন্যান্স অ্যান্ড পোভার্টি গ্রুপ, ওয়াল্ড ব্যাংক; প্রফেসর ড: মনোজ পান্ডে, সেন্টার ফর ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, নিউ দিল্লি এবং প্রফেসর ড: রাকিবুল আনোয়ার, সিনিয়র কনসালটেন্ট, কলোরেক্টাল অ্যান্ড জেনারেল সার্জারি, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, রাহিটিড।
অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ সালাহ উদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসি (Major General Md Salahuddin Miaji)  উপ-উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও; সামরিক বাহিনীর উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, সংসদ সদস্য, বিভিন্ন ব্যাংকের উধ্বর্তন কর্মকর্তা, বিভিন্ন কর্পোরেট অফিসের চেয়ারম্যানগন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিইউপির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট