Home » বিইউপিতে “TRAUMA CAUSED BY TERRORISM” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিইউপিতে “TRAUMA CAUSED BY TERRORISM” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ২২ জানুয়ারি ২০১৭: মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আজ রবিবার (২২-১-২০১৭) “TRAUMA CAUSED BY TERRORISM” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

SEMINAR ON “TRAUMA CAUSED BY TERRORISM” 22-01-2017 (1)সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক,এমপি (Prof. DR. A F M Ruhul Haque, MP), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: ফশিউর রহমান (Maj Gen Md Fashiur Rahman) এবং বিইউপি’র ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো: সালাহ্ উদ্দিন মিয়াজী (Maj Gen Md Salahuddin Miaji) । এছাড়া প্রবন্ধ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাফি আহমেদ (Mr. Shafi Ahmed), রয়েল কলেজ অব সার্জনস অব ইংল্যান্ড এবং প্রফেসর ড. রাকিবুল আনোয়ার (Prof. Dr. Raquibul Anwar) , প্রেসিডেন্ট ও সিইও, রাহেটিড। বিইউপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ভারপ্রাপ্ত ডিন লেঃ কর্নেল মোঃ রবিউল আলম, আর্টিলারি (অব:) (Lt Col Md. RabiulAlam (Retd.) এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেমিনারে সঞ্চালকের দায়িত্বে ছিলেন সহকারি অধ্যাপক আব্দুল্লাহ শাহনেওয়াজ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ——–(অনুগ্রহ করে ভাষণের কপি মিলিয়ে দেখুন)—-।

SEMINAR ON “TRAUMA CAUSED BY TERRORISM” 22-01-2017 (2)অনুষ্ঠানে বক্তারা সন্ত্রাসবাদের বিভিন্ন দিক এবং সন্ত্রাসী কর্মকা-ের নেতিবাচক প্রভাব সম্পর্কে বিষদভাবে আলোচনা করেন। বক্তারা বলেন,সন্ত্রাসী কর্মকা-ের ফলে শুধু শারিরীক ভাবেই মানুষ ক্ষতি গ্রস্ত হয় না বরং মানসিক ভাবেও এক সুদূর প্রসারি প্রভাব ফেলে।

উক্ত অনুষ্ঠানে ব্ইিউপির উপ-উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ(Prof Dr Nazmul Ahsan Kalimullah)  সহ বিইউপি’র উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিইউপির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট