Home » বিইউপি-তে “মডেল ইউনাইটেড নেশন (মুন)” ২০১৬ এর সম্মেলন পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিইউপি-তে “মডেল ইউনাইটেড নেশন (মুন)” ২০১৬ এর সম্মেলন পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ০৬ আগস্ট ২০১৬: ঢাকার মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর বিজয় অডিটরিয়ামে আজ শনিবার (০৬-৮-২০১৬) বিইউপি মডেল ইউনাইটেড নেশন (বিইউপিমুন) ২০১৬ এর তিন দিনব্যাপী সম্মেলন পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী উক্ত সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পররাষ্ট্র মন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী, এমপি (Abul Hassan Mahmud Ali, MP) সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ (Major General Sheikh Mamun Khaled)।

পররাষ্ট্র মন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী, এমপি শনিবার (৬-৮-২০১৬) মিরপুর সেনানিবাসস্থ বিইউপি’র বিজয় অডিটরিয়ামে  “BUP MODEL UNITED NATIONS CONFERENCE-2016”   শীর্ষক সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করছেন। ছবিঃ আইএসপিআর।

পররাষ্ট্র মন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী, এমপি শনিবার (৬-৮-২০১৬) মিরপুর সেনানিবাসস্থ বিইউপি’র বিজয় অডিটরিয়ামে “BUP MODEL UNITED NATIONS CONFERENCE-2016” শীর্ষক সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করছেন।                            ছবিঃ আইএসপিআর।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, তরুণরা হলো দেশের প্রাণ আর তাদেরকে লব্ধ জ্ঞানদ্বারা সবসময় সজাগ থাকতে হবে যাতে কেউ তাদের ভুল পথে না নিতে পারে। দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু দেশ বিরোধীরা তা সহ্য না করতে পেরে নানা ষড়যন্ত্রে লিপ্ত আর তাই সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

পররাষ্ট্র মন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী, এমপি শনিবার (৬-৮-২০১৬) মিরপুর সেনানিবাসস্থ বিইউপি’র বিজয় অডিটরিয়ামে  “BUP MODEL UNITED NATIONS CONFERENCE-2016”   শীর্ষক সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করছেন। ছবিঃ আইএসপিআর।

পররাষ্ট্র মন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী, এমপি শনিবার (৬-৮-২০১৬) মিরপুর সেনানিবাসস্থ বিইউপি’র বিজয় অডিটরিয়ামে “BUP MODEL UNITED NATIONS CONFERENCE-2016” শীর্ষক সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করছেন।                               ছবিঃ আইএসপিআর।

উল্লেখ্য যে মডেল ইউনাইটেড নেশন যা মডেল ইউ.এন. বা মুন নামে পরিচিত। আধুনিক শিক্ষা ব্যবস্থায় মুন অতি গুরুত্বপূর্ণ মঞ্চ যেখানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক কূটনীতি ও কূটনৈতিক সম্পর্ক এবং জাতিসংঘ ব্যবস্থা সম্পর্কে জানতে পারে। উক্ত সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল “সর্বব্যাপী শিক্ষার মাধ্যমে তরুণদের টেকসই উন্নয়নের মাধ্যমে কর্মে নিযুক্তকরণ”। মুনে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী উক্ত সম্মেলনে অংশগ্রহণ করে। ফলে এটি শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে যা আন্তর্জাতিক বিষয়াবলী ও শিক্ষার টেকসই উন্নয়নে শিক্ষার্থীদের মাঝে মনন ও মেধার এক অসামান্য সংযোগ স্থাপন করে।

এছাড়াও অনুষ্ঠানে  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিইউপির রেজিস্ট্রার, চিফ ফাইন্যান্স অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, সকল ডিন, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট