Home » বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত

বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ১০ নভে¤¦র ২০১৬ ঃ- বাংলাদেশ বিমান বাহিনীর ১০২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (১০-১১-২০১৬) বিমান বাহিনী ঘাঁটিঁ বাশারস্থ কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষন) এয়ার ভাইস মার্শাল মোঃ নাইম হাসান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ জন, বাংলাদেশ নৌ বাহিনীর ১ জন ও ভারতীয় বিমান বাহিনী, রাজকীয় মালয়েশিয়ান বিমান বাহিনী, নাইজেরিয়ান বিমান বাহিনী এবং শ্রীলংকা বিমান বাহিনীর একজন করে কর্মকর্তা কোর্সে অংশগ্রহণ করেন। কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার কে এম শাইখ বিন জামান.“বিমান বাহিনী প্রধানের ট্রফি” লাভ করেন।

সহকারী বিমান বাহিনী প্রধান তাঁর ভাষণে এই কোর্সে ছাত্র-অফিসার প্রেরণের জন্য সংশি¬¬ষ্ট দেশের সরকারকে ধন্যবাদ জানান এবং আশা করেন, ভবিষ্যতেও তারা এ ধরণের অফিসার প্রেরণ অব্যাহত রাখবেন। এর আগে কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোঃ শাহারুল হুদা তার স্বাগত ভাষণে এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্সসমূহের উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান বাহিনী ঘাঁটিঁ বাশার এর এয়ার অধিনায়ক, ঢাকায় নিযুক্ত র্থাড সেক্রেটারি, মালয়েশিয়ান হাইকমিশন;ফিনা›স অ্যাটাসে, শ্রীলংকান হাইকমিশন; এসিস্ট্যান্ট ডিফে›স এ্যাডভাইজার, ভারতীয় হাইকমিশন এবং বাংলাদেশ বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট