Home » বিমান বাহিনী প্রধানের সাথে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিমান বাহিনী প্রধানের সাথে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ

Author: আইএসপিআর

ঢাকা, ১৬ নভেম্বর ঃ- চীনের এরোস্পেস সাইন্স এন্ড ইন্ডাষ্ট্রি করপোরেশনের ভাইস মিনিষ্টার মি. উই ইং সহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আজ বুধবার (১৬-১১-২০১৬) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন।

চীনের প্রতিনিধি দলের এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

নেপাল সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল রাজেন্দ্র ছেত্রী আজ বুধবার (১৬-১১-২০১৬) বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য যে, নেপালের সেনাবাহিনী প্রধান ০৬ সদস্যের প্রতিনিধি দলসহ গত ১৫ নভেম্বর ২০১৬ তারিখে ০৬ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন । নেপালের সেনাবাহিনী প্রধানের এই সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

সম্পর্কিত পোস্ট