Home » শুক্রবার আংশিক সূর্য গ্রহণ

শুক্রবার আংশিক সূর্য গ্রহণ

Author: আইএসপিআর

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০১৮: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, জলবায়ু মহাশাখা থেকে জানানো যাচ্ছে যে, আগামী শুক্রবার ১৬-০২-২০১৮ খ্রিঃ (০৪-১১-১৪২৪ বঙ্গাব্দ) আংশিক সূর্য গ্রহণ ঘটবে। ঐদিন ০০টা ৫৬ মিনিট বিএসটিতে গ্রহণ শুরু হয়ে ০৪টা ৪৭ মিনিট বিএসটিতে শেষ হবে। সর্বোচ্চ গ্রহণ ০২টা ৫১ মিনিট ২৪ সেকেন্ড বিএসটিতে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৫৯৮। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।

অ্যান্টার্কটিকার সয়া স্টেশনের উত্তর-পূর্বে দক্ষিণ মহাসাগরে আগামী ১৬-০২-২০১৮ খ্রিঃ স্থানীয় মান সময় ভোর ০৪টা ৩৩ মিনিট ৪৭ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে আর্জেন্টিনার রোকে পেরেজ শহরের উত্তর-পূর্বে আগামী ১৫-০২-২০১৮ খ্রিঃ স্থানীয় মান সময় সন্ধ্যা ০৬টা ৪৯ মিনিট ৫৭ সেকেন্ডে শেষ হবে। অ্যান্টার্কটিকার ন্যুমায়ের স্টেশনের উত্তর-পশ্চিমে আগামী ১৫-০২-২০১৮ খ্রিঃ স্থানীয় মান সময় রাত ০৯টা ২৭ মিনিট ২৪ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধুমাত্র এস্থানেই গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৫৯৮।

সম্পর্কিত পোস্ট