Home » ১ম আদমজী ক্যান্টনমেন্ট কলেজ আইটি কার্নিভ্যাল-২০১৬

১ম আদমজী ক্যান্টনমেন্ট কলেজ আইটি কার্নিভ্যাল-২০১৬

Author: আইএসপিআর

ঢাকা, ২৩ জুলাই ২০১৬:- তিন দিন ব্যাপী ‘প্রাণ মি. ম্যাঙ্গো ১ম এসিসি আইটি কার্নিভ্যাল-২০১৬’ আজ শনিবার (২৩-৭-২০১৬) ঢাকা সেনানিবাসস্থ আদমজী ক্যান্টনমেন্ট কলেজে সমাপ্ত হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বেসিস এর চেয়ারম্যান মোস্তফা জব্বার আইটি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি আইটি বিষয়ে এধরনের একটি সুন্দর কার্নিভ্যাল আয়োজন করার জন্য আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে ধন্যবাদ জানান।

বেসিস এর চেয়ারম্যান মোস্তফা জব্বার প্রধান অতিথি হিসেবে ১ম আদমজী ক্যান্টনমেন্ট কলেজ আইটি কার্নিভ্যাল-২০১৬ এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। ছবি: আইএসপিআর।

বেসিস এর চেয়ারম্যান মোস্তফা জব্বার প্রধান অতিথি হিসেবে ১ম আদমজী ক্যান্টনমেন্ট কলেজ আইটি কার্নিভ্যাল-২০১৬ এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। ছবি: আইএসপিআর।

 বর্ণিল এই উৎসবে প্রায় দুই শতাধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিযোগী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে প্রোগ্রামিং, ওয়াল ম্যাগাজিন, সাইবার গেমিং, আইসিটি অলিম্পিয়াড, কুইজ, প্রজেক্ট ডিসপ্লের মতো নানা ধরণের আকর্ষণীয় ইভেন্টসমূহ অন্তর্ভূক্ত ছিল।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান। বিজ্ঞান মনস্ক ও তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত জাতি বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আগত অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট