Home » আন্তঃবাহিনী ক্বিরাত ও আযান প্রতিযোগিতার উদ্বোধন

আন্তঃবাহিনী ক্বিরাত ও আযান প্রতিযোগিতার উদ্বোধন

Author: আইএসপিআর

ঢাকা ১৮ এপ্রিল ২০১৭ ঃ- বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ‘আন্তঃবাহিনী ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০১৭’ আজ মঙ্গলবার (১৮-০৪-২০১৭) ঢাকার মিরপুরস্থ লালাসরাই নাবিক কলোনী মসজিদে শুরু হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (মেইনটেন্যান্স) এয়ার ভাইস মার্শাল এম মাজহারুল ইসলাম (M Mazharul Islam) বিএসপি, পিএসসি। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকাস্থ বানৌজা হাজী মহসীন নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন আরিফ আহমেদ মোস্তফা (Airf Ahmed Mostafa)সহ তিন বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

চারদিনব্যাপী এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। উক্ত ক্বিরাত ও আযান প্রতিযোগিতায় একক ও দলীয় পর্যায়ে পয়েন্ট তালিকার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল, শুক্রবার জুমার নামাযের পর একই স্থানে প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট