Home » আন্তঃ অঞ্চল সেনা সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭ সমাপ্ত

আন্তঃ অঞ্চল সেনা সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭ সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা, ২৭ অক্টোবর ২০১৭ ঃ সদর দপ্তর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড এর তত্ত্বাবধানে আন্তঃ অঞ্চল সেনা সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৬-১০-২০১৭) ঢাকা সেনানিবাসস্থ এএফএমআই অউিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড দল চ্যাম্পিয়ন এবং সেনাবাহিনীর যশোর অঞ্চল দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ট শিল্পী নির্বাচিত হয় সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চল দলের সৈনিক প্রকাশ চন্দ্র রায়। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চীফ (ইএনসি) মেজর জেনারেল মোঃ সিদ্দিকুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় ঢাকা অঞ্চলের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২২-২৬ অক্টোবর ২০১৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল গান, কবিতা, বাদ্যযন্ত্র, যাদু এবং কৌতুকের মোট ১৪টি বিষয়ে অংশগ্রহণ করে।

সম্পর্কিত পোস্ট