Home » আর্টিলারি রেজিমেন্টের ২০১৮-২ রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

আর্টিলারি রেজিমেন্টের ২০১৮-২ রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০১৮ ঃ বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ২০১৮-২ রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বৃহস্পতিরবার (১৩-১২-২০১৮) চট্টগ্রামস্থা আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল (এসিঅ্যান্ডএস) এর “শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে” অনুষ্ঠিত হয়।

জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিাত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় উ”চপদস্থা সামরিক কর্মকর্তাগণ, হালিশহর চট্টগ্রামের সকল স্তরের সামরিক সদস্যগণ ও তাদের পরিবারবর্গ, নবীন সৈনিকের অভিভাবকগণসহ বেসামরিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিাত থেকে প্যারেড উপভোগ করেন।

উল্লেখ্য, আর্টিলারি রেজিমেন্টের ২০১৮-২ রিক্রুট ব্যাচের সৈনিক (গানার ফিল্ড) মোঃ আব্দুল্লাহ সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ নবীন সৈনিক হিসেবে বিবেচিত হন। এছাড়াও ২০১৮-২ ব্যাচের মুশফিক প্রশিক্ষণ ব্যাটারী শ্রেষ্ঠ ব্যাটারী হিসেবে নির্বাচিত হয়।

সম্পর্কিত পোস্ট