Home » উত্তরাঞ্চলে বন্যা দুর্গতদের সাহায্যে সেনাবাহিনীর ২৯ প্লাটুন সদস্য মোতায়েন

উত্তরাঞ্চলে বন্যা দুর্গতদের সাহায্যে সেনাবাহিনীর ২৯ প্লাটুন সদস্য মোতায়েন

Author: আইএসপিআর

ঢাকা, ১৬ আগস্ট ২০১৭ঃ উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় সরকারের নির্দেশে বন্যার্তদের সাহায্যার্থে এখন পর্যন্ত ২৯ প্লাটুন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। নতুনভাবে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ে প্রয়োজনীয় স্পীডবোট ও উদ্ধার সামগ্রীসহ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও পূর্বে মোতায়েনকৃত দিনাজপুর, গাইবান্ধা, রংপুর ও সৈয়দপুরে সেনাসদস্য ও উদ্ধার সরঞ্জামাদি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও উদ্ধার ও বাঁধ রক্ষা কার্যক্রমের পাশাপাশি সেনাবাহিনী বন্যা দুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান শুরু করেছে।

এখন পর্যন্ত উক্ত এলাকাসমূহ হতে সেনাবাহিনী দুই হাজারেরও অধিক মানুষকে উদ্ধারসহ বিপুল পরিমান গবাদি-পশু ও গৃহস্থালি সামগ্রী উদ্ধার করেছে। সেনাবাহিনী সৈয়দপুর ও গাইবান্ধায় ভেঙ্গে যাওয়া বুাধ মেরামতে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করেছে।

সেনাবাহিনী নিবিড়ভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বন্যা দুর্গত এলাকায় যে কোন ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

সম্পর্কিত পোস্ট