Home » এমআইএসটি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এ্যাক্রিডিটেশন সার্টিফিকেট অর্জন

এমআইএসটি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এ্যাক্রিডিটেশন সার্টিফিকেট অর্জন

Author: আইএসপিআর

ঢাকা, ০২ ডিসেম্বর ২০১৮ঃ-মিরপুর সেনানিবাসস্থা মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ চলতি বছর হতে পরবর্তী ০৩ বছরের জন্য এ্যাক্রিডিটেশন সার্টিফিকেট অর্জন করেছে। অধ্যাপক এ এফ এম সাইফুল আমিন, সদস্য সচিব, বোর্ড অফ এ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই), বাংলাদেশ এর নেতৃত্বে পরিদর্শক দল গত ২৩, ২৪ এবং ২৬ এপ্রিল ২০১৮ তারিখ এমআইএসটি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ মূল্যায়ন করেন ।

উল্লেখ্য যে, সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) এমআইএসটি’র অগ্রগামী বিভাগ হিসেবে পরিচিত। প্রতিষ্ঠালগ্ন থেকে এ বিভাগের শিক্ষা এবং গবেষণামূলক কার্যক্রম সাফল্যের সাথে জ্ঞান সমৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে । এমআইএসটিকে ‘‘সেন্টার অব এ্যাক্সিলেন্স’’ এ পরিণত করার ক্ষেত্রে সিই বিভাগের এই অর্জন অত্র প্রতিষ্ঠানের সকল ফ্যাকাল্টি সদস্য, ছাত্রছাত্রী এবং স্টাফদের উৎসাহিত করবে ।

সম্পর্কিত পোস্ট