Home » এশিয়ান ট্যুর গলফ প্রতিযোগিতা “এবি ব্যাংক বাংলাদেশ ওপেন ২০১৮” এর শিরোপা জয় করল সুইডেনের Malcolm KOKOCINSKI

এশিয়ান ট্যুর গলফ প্রতিযোগিতা “এবি ব্যাংক বাংলাদেশ ওপেন ২০১৮” এর শিরোপা জয় করল সুইডেনের Malcolm KOKOCINSKI

Author: আইএসপিআর

ঢাকা, ১২ মে ২০১৮ (শনিবার) ঃ- এশিয়ান ট্যুর গলফ ইভেন্ট “এবি ব্যাংক বাংলাদেশ ওপেন ২০১৮” ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে ০৯ মে ২০১৮ তারিখে শুরু হয়ে ১২ মে ২০১৮ তারিখে শেষ হয়েছে। তিন লক্ষ ইউএস ডলার প্রাইজ মানির এই টুর্ণামেন্টে তীব্র প্রতিদ্ব›িদ্ধতাপূর্ণ খেলা উপহার দিয়ে শিরোপা জয় করেছেন সুইডেনের পেশাদার গলফার Malcolm KOKOCINSKI  । আজ শেষ রাউন্ডে পারের চেয়ে ০৬ স্ট্রোক কম খেলে তিনি শিরোপা বিজয় নিশ্চিত করেছেন। তার চার রাউন্ডের ফলাফল যথাক্রমে ৬৮ + ৬৬ + ৭১ + ৬৫ = ২৭০ যা সর্বেমোট পারের চেয়ে ১৪ ষ্ট্রোক কম।

ইংল্যা-ের পেশাদার গলফার Jack HARRISON এবং নিউজিল্যা-ের Ben CAMPBELL পারের চেয়ে ১১ স্ট্রোক কম খেলে যৌথভাবে ২য় স্থান অধিকার করেছেন। বাংলাদেশের উদীয়মান পেশাদার গলফার জামাল হোসন মোল্লা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের John CATLIN পারের চেয়ে ০৯ সেট্রাক কম খেলে যৌথভাবে ৩য় স্থান অধিকার করেছেন। উল্লেখ্য যে, জামাল হোসেন মোল্লা বাংলাদেশের সেরা পেশাদার (প্রফেশনাল) গলফার নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের সেরা এ্যমেচার গলফার নির্বাচিত হয়েছেন মোঃ ফরহাদ ।

ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের লবির সম্মুখস্থ লনে ১২ মে ২০১৮ তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী ও প্রেসিডেন্ট, বাংলাদেশ গলফ ফেডারেশন জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক, এসবিপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল এ কে এম আব্দুল্লাহিল বাকী, সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), জয়েন্ট সেক্রেটারী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ওবাইদুল হক (অবঃ), এবি ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মশিউর রহমান চৌধুরী এবং উপ-ব্যাবস্থাপনা পরিচালক জনাব সাজ্জাদ হোসেন, এশিয়ান ট্যুর এর সিও Mr. Cho Minn Thant ও টুর্ণামেন্ট ডাইরেক্টর Mr. Jittisak Tamprasert,   এবি ব্যাংক বাংলাদেশ ওপেন ২০১৮ এর বিভিন্ন কমিটির চেয়ারম্যানগণসহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।

সম্পর্কিত পোস্ট