Home » জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৯৩ জন নৌসদস্যের ঢাকা ত্যাগ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৯৩ জন নৌসদস্যের ঢাকা ত্যাগ

Author: আইএসপিআর

ঢাকা ৩ জুন ২০১৬ ঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দক্ষিন সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-২ এ যোগদানের উদ্দেশ্যে ৯৩ জন নৌসদস্যের প্রথম দল শুক্রবার (০৩-০৬-২০১৬) সকালে ঢাকা হজরত শাহজালাল   আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। নৌবাহিনীর এই ইউনিট গত ২০১৫ সাল হতে দক্ষিন সুদানের নদী পথে জাতিসংঘের সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া, এই মেরিন ইউনিট বেসামরিক ব্যক্তিবর্গকে নিরাপত্তা প্রদানসহ জরুরী পরিস্থিতিতে ডুবুরী সরবরাহ এবং স্থানীয় বেসামরিক ব্যক্তিবর্গকে চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে। আগামী ২৮ জুন ২০১৬ তারিখে দ্বিতীয় গ্র“পে আরও ১০৭ জন নৌসদস্য দক্ষিন সুদানের নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-২ এ যোগ দিতে ঢাকা ত্যাগ করবে।
NAVY  forces depurture for un to sudan 03-06-2016উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গত দুই দশকেরও বেশী সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত সফলতার সাথে অংশগ্রহণ ও দায়িত্ব পালন করে আসছে। দক্ষিন সুদান ছাড়াও লেবানন ও ভূ-মধ্যসাগরীয় এলাকায় জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ আলী হায়দার ও নির্মূল বর্তমানে টহলের কাজে নিয়োজিত রয়েছে।

সম্পর্কিত পোস্ট