Home » নাইজেরিয়ান সেনাবাহিনী প্রধানের ঢাকা সেনানিবাসে ব্যস্ত দিন অতিবাহিত

নাইজেরিয়ান সেনাবাহিনী প্রধানের ঢাকা সেনানিবাসে ব্যস্ত দিন অতিবাহিত

Author: আইএসপিআর

ঢাকা, ০৯ মে ২০১৬:- সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (General Abu Belal Muhammad Shafiul Huq) এর সাথে নাইজেরিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল তুকুর ইউসুফ বুরাতাই (Tukur Yusuf Buratai) এর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল আজ সোমবার (৯-৫-২০১৬) ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এর আগে, তিনি ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পু¯পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

coas call on সফরকারী প্রতিনিধি দলটি নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ (Admiral Nizamuddin Ahmed), বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার (Air Chief Marshal Abu Esrar) ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান (Lieutenant General Md Mahfuzur Rahman)এর সাথে ঢাকা সেনানিবাসস্থ স্ব স্ব কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

উল্লে¬খ্য, প্রতিনিধি দলটি ৮ মে ২০১৬ তারিখে বাংলাদেশে আগমন করেন। সফরকালে তারা বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। প্রতিনিধি দলটির আগামী ১৪ মে ২০১৬ তারিখে ঢাকা ত্যাগের কথা রয়েছে।

সম্পর্কিত পোস্ট