Home » প্রয়াস এর ‘অডিওলজি টেকনিশিয়ান কোর্স-১’ এর সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

প্রয়াস এর ‘অডিওলজি টেকনিশিয়ান কোর্স-১’ এর সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০১৬ ঃ প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের একটি কার্যক্রম ‘প্রয়াস বিশেষ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান’। কেন্দ্রীয় প্রয়াস, ঢাকা এর আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মত ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত অডিওলজি টেকনিশিয়ান কোর্স-১ এর সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (০১-৯-২০১৬) ঢাকা সেনানিবাসস্থ প্রয়াস হলে অনুষ্ঠিত হয়।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ, এমপি বৃহস্পতিবার (০১-৯-২০১৬) ঢাকা সেনানিবাসস্থ সেনানিবাহিনীর ‘বিশেষ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান’ কেন্দ্রীয় প্রয়াস- এ আয়োজিত অডিওলজি টেকনিশিয়ান কোর্স-১ এর প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন । ছবি ঃ আইএসপিআর ।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ, এমপি বৃহস্পতিবার (০১-৯-২০১৬) ঢাকা সেনানিবাসস্থ সেনানিবাহিনীর ‘বিশেষ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান’ কেন্দ্রীয় প্রয়াস- এ আয়োজিত অডিওলজি টেকনিশিয়ান কোর্স-১ এর প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ।    ছবি ঃ আইএসপিআর ।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ, এমপি (Mr Nuruzzaman Ahmed, MP)  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব, সমাজকল্যান মন্ত্রণালয় জনাব ডঃ চৌধুরী মোঃ বাবুল হাসান , (Dr Chowdhury Mhammad Babul Hasan) মেজর জেনালে আবু সাঈদ মোঃ মাসুদ (Major General Abu Syeed Md Masud) , প্রধান সমন¡য়কারী পদ্মা মাল্টি পারপাস ব্রীজ প্রজেক্ট এবং যুগ্ম-সচিব, সমাজকল্যান মন্ত্রণালয় জনাব সুশান্ত কুমার প্রামানিক (Mr. Sushanta Kumar Pramanik)।

প্রধান অতিথি তার বক্তব্যে, প্রয়াস এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির কার্যকরী পদক্ষেপগুলোকে আরও আধুনিক ও দেশব্যাপী বিস্তৃত করার ক্ষেত্রে সহযোগীতার আশ্বাস দেন। ২০১০ সাল থেকে এ পর্যন্ত সরকারের মাঠপর্যায়ের ৬৮ জন কর্মীদেরকে দক্ষ প্রশিক্ষক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রয়াসের অবদানকে সাধুবাদ জানান। বিশেষ শিক্ষায় সমাজকল্যান মন্ত্রণালয়কে প্রয়াস এর সাথে যৌথভাবে কাজ করা ও ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষন চলমান রাখার ব্যাপারে নিদের্শনা দেন। প্রধান অতিথি প্রশিক্ষণ প্রাপ্তদেরকে সেবার মান অক্ষুন্ন রেখে কাজ করারও আহ্বান জানান ।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ, এমপি বৃহস্পতিবার (০১-৯-২০১৬) ঢাকা সেনানিবাসস্থ সেনানিবাহিনীর ‘বিশেষ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান’ কেন্দ্রীয় প্রয়াস- এ আয়োজিত অডিওলজি টেকনিশিয়ান কোর্স-১ এর প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন । ছবি ঃ আইএসপিআর ।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ, এমপি বৃহস্পতিবার (০১-৯-২০১৬) ঢাকা সেনানিবাসস্থ সেনানিবাহিনীর ‘বিশেষ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান’ কেন্দ্রীয় প্রয়াস- এ আয়োজিত অডিওলজি টেকনিশিয়ান কোর্স-১ এর প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ।    ছবি ঃ আইএসপিআর ।

প্রয়াসের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্ণেল মোঃ শহীদুল আলম (Colonel Md. Shahidul Alam)  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের গর্ভনিং বডির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান। দেশের অবহেলিত এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে প্রয়াসের অগ্রযাত্রায় অবদান রাখার জন্য উপস্থিত সকল বক্তাই প্রয়াস সম্পর্কে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেন ও সকলকে সম্মিলিতভাবে কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানান।

বাংলাদেশ সরকারের সমাজকল্যান মন্ত্রণালয়ের উদ্দ্যেগে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে দেশের ৬৮ টি জেলা ও উপজেলার প্রত্যন্ত এলাকার সেবা ও সাহায্য কেন্দ্রে সেবাপ্রদানকারী কর্মীদের জন্য ৬ ডিসেম্বর ২০১৫ থেকে ৩০ এপ্রিল ২০১৬ পর্যন্ত ৫ মাস ব্যাপী কোর্স পরিচালনা করা হয়। কোর্সটির উদ্দেশ্য ছিল ৩০ জন অডিওমেট্রিক টেকনিশিয়ান তৈরী করা। সাফল্যের সাথে কোর্সটি সম্পন্ন করে তারা উপজেলা পর্যায়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে থেকে দরিদ্র প্রতিবন্ধী জনগোষ্ঠীকে হেয়ারিং টেষ্ট করার মাধ্যমে সহায়ক হেয়ারিং এইড প্রদানে সক্ষমতা অর্জন করেছেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো ছিলেন সমাজকল্যান মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ।

সম্পর্কিত পোস্ট