Home » বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ ও গ্রামীনফোন এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ ও গ্রামীনফোন এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Author: আইএসপিআর

ঢাকা, ১২ জুলাই ২০১৮:বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) ও গ্রামীনফোন (জিপি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (১২-৭-২০১৮) ঢাকার মিরপুর সেনানিবাসস্থ বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীনফোন এর প্রধান নির্বাহী মিঃ মাইকেল ফোলি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিইএবং উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ইব্রাহীম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। সমঝোতা স্মারকে বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ইব্রাহীম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিএবং গ্রামীনফোন এর চীফ হিউম্যান রিসোর্স অফিসার জনাব তানভীর হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর এর ফলে অ্যাকাডেমিক ও গবেষণার ক্ষেত্রে উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে, ছাত্র-ছাত্রীদের ¯œাতকোত্তর পরবর্তী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ এর ব্যবস্থা করাসহ আরও বিভিন্ন সুযোগ অবারিত হবে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গ্রামীনফোনের কর্মকর্তা এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট