Home » বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কারণ অনুসন্ধান কোর্সের সনদ বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কারণ অনুসন্ধান কোর্সের সনদ বিতরণ

Author: আইএসপিআর

ঢাকা, ২১ ডিসেম্বর :- “৭ম এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কারণ অনুসন্ধান” বিষয়ক কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২১-১২-২০১৭) ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সেফ্টি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল এম মাজহারুল ইসলাম বিবিপি, বিএসপি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর ছয়জন, বাংলাদেশ সেনাবাহিনীর একজন এবং বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তাসহ মোট আটজন কর্মকর্তা এ কোর্সে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণসহ সেনা ও নৌবাহিনীর আমন্ত্রিত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট