Home » বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যুক্তরাজ্য সফর শেষে দেশে প্রত্যাবর্তন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যুক্তরাজ্য সফর শেষে দেশে প্রত্যাবর্তন

Author: আইএসপিআর

ঢাকা, ১৫ জুলাই :- বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি যুক্তরাজ্যে অনুষ্ঠিত “Royal International Air Tattoo (RIAT)-2016 “এবং “Farnborough International Air Show (FIAS)” এ অংশগ্রহণশেষে আগামীকাল শনিবার (১৬-০৭-২০১৬) দেশে ফিরবেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল স্যার স্টিফেন হিলার এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। তিনি এয়ারশোতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণের সাথে পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়েও মত বিনিময় করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে বিমান বাহিনীতে নতুন বিমান ও প্রযুক্তি অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

সম্পর্কিত পোস্ট