Home » বাংলাদেশ ভারত যৌথ প্রশিক্ষণ সম্প্রীতি-৭ আগামীকাল শুরু

বাংলাদেশ ভারত যৌথ প্রশিক্ষণ সম্প্রীতি-৭ আগামীকাল শুরু

Author: আইএসপিআর

ঢাকা, ০৫ নভেম্বর ২০১৭ : বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ অনুশীলন সম্প্রতি-৭ ভারতের মেঘালয় ও মিজোরাম রাজ্যে আগামীকাল সোমবার (০৬-১১-২০১৭) শুরু হচ্ছে। ১৩ দিন ব্যাপি এ অনুশীলন ১৮ নভেম্বর সমাপ্ত হবে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে কাউন্টার ইন্সারজেন্সি ও কাউন্টার টেরোরিজম সংশ্লিষ্ট আভিযানিক পরিস্থিতিতে করণীয় কার্যক্রম এ বছরের যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৭’ এর মূল উপজীব্য।

উল্লেখ্য ২০১১ সাল থেকে অনুষ্ঠিত এই অনুশীলন সর্বপ্রথম ভারতের আসামে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বাৎসরিকভাবে পর্যায়ক্রমে ভারত এবং বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে আসছে। সর্বশেষ ২০১৬ সালে অনুশীলনটি বাংলাদেশের ঘাটাইলের বঙ্গবন্ধু সেনানিবাস অনুষ্ঠিত হয় ।

এ অনুশীলন পর্যবেক্ষণের জন্য উভয় দেশের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাগণ অনুশীলন এলাকায় গমন করবেন।

সম্পর্কিত পোস্ট