Home » বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফের সাথে সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফের সাথে সৌজন্য সাক্ষাত

Author: আইএসপিআর

ঢাকা ০৫ ডিসেম্বর ২০১৬: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (General Abu Belal Muhammad Shafiul Huq) ০৪ ডিসেম্বর ২০১৬ তারিখে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) শেখ খালিদ আল-জারাহ্ আল-সাবাহ্ ও সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল খাদের এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাতে উভয়ই কুয়েতে নিয়োজিত বাংলাদেশ সেনাসদস্যের দক্ষতা, উঁচুমানের পেশাদারিত্ব ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য যে, একক দেশ হিসেবে বর্তমানে কুয়েতেই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশী সেনা মোতায়েন রয়েছে। সফরকালে সেনাপ্রধান কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ খালিদ আল-হামাদ আল-সাবাহ্ এর সাথেও সৌজন্য সাক্ষাত করবেন। এ ছাড়াও সেনা প্রধান কুয়েতের মিলিটারি কলেজ সহ বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

উল্লেখ্য, গত ০৩ ডিসেম্বর ২০১৬ তারিখে ৪ দিনের (০৩-০৬ ডিসেম্বর ২০১৬) সরকারী সফরে বাংলাদেশ সেনাপ্রধানের নেতৃত্বে ৭ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল কুয়েতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। উক্ত প্রতিনিধি দলটি কুয়েত সফর শেষে আগামী ০৬-০৯ ডিসেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত কাতার সফর করবে।

সম্পর্কিত পোস্ট