Home » বিইউপিতে ”ESTABLISHMENT OF IQAC AND SELF-ASSESSMENT OF ACADEMIC PROGRAMMES” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিইউপিতে ”ESTABLISHMENT OF IQAC AND SELF-ASSESSMENT OF ACADEMIC PROGRAMMES” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ১৮ জুন ২০১৭: ”Establishment of IQAC and Self-Assessment of Academic Programmes” শীর্ষক এক কর্মশালা আজ রবিবার (১৮-৬-২০১৭) মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)- এর বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালর মঞ্চুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী।

কর্মশালায় প্রবন্ধবক্তা হিসেবে উপস্থিত ছিলেন হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সম্যান্ট প্রজেক্ট (HEQEP) এর কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান, প্রফেসর সঞ্জয় কুমার অধিকারী এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিইউপি এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) এর পরিচালক কমডোর সৈয়দ মেসবাহউদ্দিন আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিইউপির ঊধ্বর্তন কর্মকর্তা, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট