Home » বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা, ০৮ আগষ্ট:- বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা আজ মঙ্গলবার (০৮-০৮-২০১৭) ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুতে সমাপ্ত হয়।

চূড়ান্ত প্রতিযোগিতায় বিএএফ ঘাঁটি জহুরুল হক দল ৩-১ সেটে বিমান সদর ইউনিট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় বিএএফ ঘাঁটি জহুরুল হক দলের ফ্লাইট লেঃ সৈয়দ মেহেদী হাসান সেরা খেলোয়াড় বিবেচিত হন।

সমাপনী অনুষ্ঠানে বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু এয়ার অধিনায়ক এয়ার কমডোর এম মফিদুর রহমান বিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য যে, ০৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৬টি দল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু ও বিমান সদরের উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট