Home » বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

Author: আইএসপিআর

ঢাকা, ২০ জুন ঃ- জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০১৯ এর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী অন্যান্য বছরের ন্যায় এ বছরও বৃক্ষ রোপণের ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। এ উপলক্ষে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মোঃ আবুল বাশার, বিবিপি, ওএসপি, এনডিসি, এসিএসসি, পিএসসি বৃহস্পতিবার, ২০-০৬-২০১৯ তারিখে বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে ‘‘বাংলাদেশ বিমান বাহিনী বৃক্ষরোপণ অভিযান-২০১৯” এর শুভ উদ্বোধন করেন।

এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন ও সহকারী বিমান বাহিনী প্রধান রক্ষণাবেক্ষণ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান সদরের পরিচালকগণ এবং উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট সমূহেও একই ধরনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচীর আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলজ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করবে।

সম্পর্কিত পোস্ট