Home » বিমান বাহিনী হেলিকপ্টারের জরুরী অবতরণ বাংলাদেশী পাইলটের পেশাদারিত্বে মুগ্ধ কুয়েত সশস্ত্র বাহিনী প্রতিনিধি দল

বিমান বাহিনী হেলিকপ্টারের জরুরী অবতরণ বাংলাদেশী পাইলটের পেশাদারিত্বে মুগ্ধ কুয়েত সশস্ত্র বাহিনী প্রতিনিধি দল

Author: আইএসপিআর

ঢাকা, ০৩ জানুয়ারি ২০১৮ঃ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (General Abu Belal Muhammad Shafiul Huq) এর সাথে সফররত কুয়েতের সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালেদ আল খাদের (Lt Gen Mohammad Khaled Al Khadher)  আজ বুধবার (৩-১-২০১৮) রাতে ঢাকাস্থ হোটেল লে মেরিডিয়ানে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় কুয়েত নেভাল ফোর্সের কমান্ডার মেজর জেনারেল খালিদ আহমেদ আব্দুল¬াহ (Maj Gen Khaled Ahmed Abdullah) , বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন।

কুয়েত সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ বলেন, বিরূপ আবহাওয়ার কারণে আমাদের হেলিকপ্টারটি জরুরী অবতরণ করে। তবে পাইলটের পেশাদারিত্বে আমিসহ আমার প্রতিনিধি দল মুগ্ধ। কারণ এরূপ একটি ক্র্যাশ লেন্ডিং এর পরও আমরা সবাই নিরাপদ ও সুস্থ আছি। তাছাড়া অবতরণের ৫ মিনিটের মধ্যে বাংলাদেশের উদ্ধারকারী দল আমাদেরকে সুস্থ্যভাবে ইভাকুয়েট করতে সক্ষম হয়। সেনা প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

বাংলাদেশ সেনা প্রধান বলেন, কুয়েত আমাদের ভ্রাতৃপ্রতীম দেশ, ঘটনার পরপরই আমি কুয়েত সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ এর সাথে কথা বলি। আমি তখন খুব চিন্তিত ছিলাম। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল খাদের এর সাথে কথা বলার পর তার উচ্চ মনোবল দেখে আমিও তার মতো আস্বস্ত হই। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বলেন, আমাদের উড্ডয়ন নিরাপত্তা (Flight Safety) খুবই উন্নত।

উল্লেখ্য, সৌজন্য সাক্ষাতের সময় কুয়েত আর্মড ফোর্সের চীফ অব মিলিটারি এডুকেশন ডিপার্টমেন্টমেজর জেনারেল আনোয়ার জাসিম আল মাজিদি (Maj Gen Anwar Jassem Al Mazidi)  মুবারক আল আব্দুলাহ জয়েন্ট কমান্ড এন্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল আব্দুল¬াহ আবদুস সামাদ দাস্তি (Maj Gen Abdullah Abdus Samad Dashti)  সহ ১০ জন প্রতিনিধিদল এবং বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মোঃ নাজিম উদ্দীন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট