Home » মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাযা অনুষ্ঠিত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাযা অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ২৮ জুলাই ২০১৯ (রবিবার) ঃ সম্প্রতি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বাংলাদেশি শান্তিরক্ষী সৈনিক আতিকুল ইসলাম (৫ বীর) এর জানাযা আজ রবিবার (২৮ জুলাই ২০১৯) ঢাকা সেনানিবাসস্থ ১৩ এমপি ইউনিটের চপার্স ডেন এ অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ভারপ্রাপ্ত নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতসহ ঢাকা সেনানিবাসের উধর্¡তন কর্মকর্তাগণ ও সকল পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযার পর তিন বাহিনী প্রধানগণ শহীদের সম্মানে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর, শান্তিরক্ষীর মরদেহ নিজ গ্রামের বাড়ী নোয়াখালীর হাতিয়ায় প্রেরণ করা হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় মরহুমের দাফনকার্য সম্পন্ন হবে।
উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (Central African Republic) জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সৈনিক আতিকুল ইসলাম আভিযানিক দায়িত্ব পালনকালে গত ২১ জুলাই ২০১৯ তারিখে সেখানে বেলেকো নামক স্থানে দুর্ঘটনাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। প্রয়াত শহীদ সেনাসদস্যের মরদেহ গতকাল শনিবার (২৭ জুলাই ২০১৯) বিকেলে হযরত শাহজালাল (রা:)আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকায় এসে পৌঁছায়।

সম্পর্কিত পোস্ট