Home » সমুদ্র মহড়া (IMMSAREX-2017) সফল করতে আইওএনএস এর সদস্য রাষ্ট্রের প্রতিনিধিগণ ঢাকায়

সমুদ্র মহড়া (IMMSAREX-2017) সফল করতে আইওএনএস এর সদস্য রাষ্ট্রের প্রতিনিধিগণ ঢাকায়

Author: আইএসপিআর

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০১৭ঃ বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সমুদ্র মহড়া ‘IONS Multilateral Maritime Search & Rescue Exercise (IMMSAREX) 2017’  আগামী নভে¤¦রে অনুষ্ঠিত হতে যাচ্ছে । ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের নৌবাহিনীর অংশগ্রহণে উক্ত মহড়া সফল করতে আইওএনএস এর সদস্য রাষ্ট্র অস্ট্রেলিয়া, ফ্রান্স, চীন, ভারত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, বাংলাদেশসহ ১৪টি দেশের প্রতিনিধিগণ ঢাকায় আয়োজিত একটি প্রস্তুতিমূলক সম্মেলনে মঙ্গলবার (১২-০৯-২০১৭) অংশগ্রহণ করেন।

বনানী নৌ সদরস্থ সাগরিকা হলে আয়োজিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (অপারেশ›স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন । সম্মেলনে সমুদ্রে দুর্যোগকালীন সময়ে উদ্ধার তৎপরতার বিষয়ে আঞ্চলিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের মধ্যকার মেরিটাইম সিকিউরিটি নিশ্চিতকরণ, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, সন্ত্রাস ও চোরাচালান দমনসহ বিভিন্ন পেশাগত সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে ২০০৮ সালে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস) প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বর্তমানে এই গুরুত্বপূর্ণ সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত পোস্ট