Home » ‘সী পাওয়ার কনফারেন্স-এ অংশ নিতে নৌ প্রধানের অস্ট্রেলিয়া গমন।

‘সী পাওয়ার কনফারেন্স-এ অংশ নিতে নৌ প্রধানের অস্ট্রেলিয়া গমন।

Author: আইএসপিআর

ঢাকা, ০১ অক্টোবর ২০১৭ঃ   আগামী তিন হতে পাঁচ অক্টোবর পর্যমত্ম অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিতব্য ‘সী পাওয়ার কনফারেন্স-২০১৭’ এ অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি আজ রবিবার (০১-১০-২০১৭) অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় হযরত শাহজালাল আমত্মর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

অস্ট্রেলিয়া সফরকালে নৌপ্রধান ‘সী পাওয়ার কনফারেন্স-২০১৭’ (Sea Power Conference-2017) ছাড়াও ‘ইন্টারন্যাশনাল মেরিটাইম কনফারেন্স-২০১৭’ (International Maritime Conference-2017) এবং ‘প্যাসিফিক ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপোজিশন-২০১৭ (Pacific International Maritime Exposition-2017) এ অংশগ্রহণ করবেন। সেখানে অবস্থানকালে তিনি অস্ট্রেলিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল টিম ব্যারেট (Admiral Tim Barrett), ফ্রান্সের নৌবাহিনী প্রধান এডমিরাল খ্রিস্টোফে প্রাজুক (Admiral Christophe Prazuck), মায়ানমার নৌবাহিনী প্রধান এডমিরাল টিন অং সান (Admiral Tin Aung San) এবং ভারতীয় নৌবাহিনী প্রধান (পার্সোনেল) ভাইস এডমিরাল একে চাওলা (Vice-Admiral AK Chawla) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উক্ত সরকারি সফরে স্বস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ০৭ অক্টোবর ২০১৭ তারিখে দেশে ফিরবেন।

সম্পর্কিত পোস্ট