Home » সেনাবাহিনীর প্রশিক্ষণ সামগ্রীর প্রদর্শনী প্রতিযোগিতা সমাপ্ত

সেনাবাহিনীর প্রশিক্ষণ সামগ্রীর প্রদর্শনী প্রতিযোগিতা সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা, ২৮ নভেম্বর ২০১৭ঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ সামগ্রীর প্রদর্শনী (ট্রেনিং এইড ডিসপ্লে)-প্রতিযোগিতা ২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ মঙ্গলবার (২৮-১১-২০১৭) সদর দপ্তর ১৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে টাঙ্গাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (General Abu Belal Muhammad Shafiul Huq) প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় মেজর ফরমেশনের মধ্যে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্ডক) দল চ্যাম্পিয়ন এবং ১৯ পদাতিক ডিভিশন দল রানারআপ এবং মাইনর ফরমেশনের মধ্যে ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড দল চ্যাম্পিয়ন এবং লগ এরিয়া দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

এ সময় ঘাটাইল অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৫টি দল অংশগ্রহণ করে।

সম্পর্কিত পোস্ট