Home » সেনাবাহিনী প্রধানের সাথে নেপালের সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সাথে নেপালের সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Author: আইএসপিআর

ঢাকা, ১৬ নভেম্বর ২০১৬ ঃ- সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (General Abu Belal Muhammad Shafiul Huq) এর সাথে বাংলাদেশ সফররত নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল রাজেন্দ্র ছেত্রী (General Rajendra Chhetri ) বুধবার (১৬-১১-২০১৬) ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এর আগে, নেপালের সেনাপ্রধান ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পু¯পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

সফরকারী প্রতিনিধিদলটি মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান ও সশন্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার (পিএসও)এর সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
উলে¬খ্য, জেনারেল রাজেন্দ্র ছেত্রী এর নেতৃত্বে ০৮ সদস্যের একটি দল ৬ দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার ঢাকায় আগমন করেন। তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল এস এম মতিউর রহমান। সফরকালে উক্ত প্রতিনিধি দলটি বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। প্রতিনিধি দলটি আগামী ২০ নভেম্বর দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

সম্পর্কিত পোস্ট