Home » ৩টি লাশসহ ভারতীয় ট্রলার ‘মহা গৌরী’ কে থানায় হস্তান্তর

৩টি লাশসহ ভারতীয় ট্রলার ‘মহা গৌরী’ কে থানায় হস্তান্তর

Author: আইএসপিআর

ঢাকা ১৭ আগস্ট ২০১৬ঃ  বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ভারতীয় মাছ ধরার ট্রলার ‘মহা গৌরী’কে উদ্ধার করে ৩টি লাশসহ খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (১৭-০৮-২০১৬) দুপুরে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এর আগে গত মঙ্গলবার নৌবাহিনী জাহাজ ‘পদ্মা’ এবং কোস্ট গার্ড জাহাজ ‘তামজিদ’ যৌথভাবে বোটটিকে সুন্দরবনের সারোয়ার স্যান্ড এলাকা থেকে প্রথমে মংলা পরে খুলনার দাকোপ থানায় নিয়ে আসে। নিখোঁজ হওয়া ভারতীয় বোটটিতে থাকা ১৭ জন জেলের মধ্যে এ পর্যন্ত ৩ জনকে জীবিত অবস্থায় এবং ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (১৩-০৮-২০১৬) বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভারতীয় ফিশিং ট্রলার ‘এফবি মহা গৌরী’ হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল ও ফেয়ারওয়ে বয় থেকে ১৭ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে বোটটি উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড জাহাজ সম্মিলিতভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। এই উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু, এস আর আমিন, পদ্মা, সন্দীপ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট (এমপিএ), কোস্ট গার্ড এর হাই স্পীড বোট ও জাহাজ তামজিদ এবং ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ও টহল বিমান অংশ নেয়।

সম্পর্কিত পোস্ট