Home » আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্টের সাথে সিংগাপুরের র‌্যাফেলস ইনফ্রাস্ট্রাকচার হোল্ডিংস লিমিটেড এর চুক্তি স্বাক্ষর

আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্টের সাথে সিংগাপুরের র‌্যাফেলস ইনফ্রাস্ট্রাকচার হোল্ডিংস লিমিটেড এর চুক্তি স্বাক্ষর

Author: আইএসপিআর

ঢাকা, ৩০ নভেম্বর ২০২০ঃ ঢাকার হোটেল রেডিসন ব্লু’তে আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্ট (এডব্লিউটি) ও সিংগাপুরের র‌্যাফেলস ইনফ্রাস্ট্রাকচার হোল্ডিংস লিমিটেড (আরআইএইচএল) এর মধ্যে সোমবার (৩০-১১- ২০২০) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও এডব্লিউটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এনায়েত উল্ল্যাহ, ওএসপি, বিএসপি, এনডিইউ, পিএসসি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ট্রাষ্ট গ্রীণ সিটি প্রজেক্টের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মোঃ নাঈম আশফাক চৌধুরী, এসবিপি, ওএসপি, এসইউপি, পিএসসি (অবঃ) এবং আরআইএইচএল এর বাংলাদেশ প্রতিনিধি লেঃ কর্নেল হারুন উর রশিদ চৌধুরী (অবঃ) ও মিঃ জ্যু রেনফু নিজ নিজ সংস্থার প্রতিনিধিত্ব করেন। এই চুক্তির মাধ্যমে ট্রাষ্ট গ্রীণ সিটির উন্নয়ন সহায়ক ফার্ম হিসাবে আরআইএইচএল গ্রুপকে নিযুক্ত করা হলো।

এডব্লিউটি সমাজ তথা দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির মহৎ উদ্দেশ্যে একটি আধুনিক, স্মার্ট, প্রকৃতিবান্ধব ও স্বাস্থ্যকর পরিবেশ সম্বলিত শহর তৈরী করার জন্য একটি প্রকল্প হাতে নেয়। বিগত ২০০০ সাল হতে মিরপুর ডিওএইচএস ও উত্তরা সংলগ্ন বাউনিয়া এলাকায় জমি কেনার মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু হয়। ক্রমবর্ধমান ঢাকা শহরের আবাসন অপ্রতুলতা ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন সমস্যার সমাধানকল্পে বাংলাদেশ সেনাবাহিনী একটি অত্যাধুনিক আবাসন ব্যবস্থা তৈরীর প্রয়াস নেয়। প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক ও কৃত্রিম নান্দনিক সৌন্দর্য্য সমন্বিত এবং আধুনিক প্রযুক্তি ও সুবিধা সম্বলিত সবুজ, নয়নাভিরাম, প্রকৃতিবান্ধব আবাসন ব্যবস্থাপনা তৈরী করা, যা হতে পারে বাংলাদেশ তথা এশিয়ার জন্য একটি মডেল স্বর্রপ। ট্রাষ্ট গ্রীণ সিটি হবে নিরাপদ, প্রাণবন্ত ও টেকসই সেই আধুনিক মডেল শহরের সমাধান, যা বাংলাদেশের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, একটি নিরপেক্ষ ও দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্য ফার্মের সাথে প্রতিযোগিতা করে আরআইএইচএল’কে ট্রাষ্ট গ্রীণ সিটির নির্মাণ কাজে নিয়োগ দেওয়া হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এডব্লিউটির ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট