Home » এতিম ও দুস্থ শিশুদের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর ঈদ উপহার বিতরণ

এতিম ও দুস্থ শিশুদের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর ঈদ উপহার বিতরণ

Author: আইএসপিআর

ঢাকা, ০৬ মেঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কোভিড-১৯ মহামারি মোকাবেলায় মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি/ইউনিট কর্তৃক ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, অসামরিক সদস্যদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার (০৬-০৫-২১) বিমান বাহিনী সদর দপ্তর ইউনিট কর্তৃক পাশর্^বর্তী এলাকা মিরপুর-১৪ এর অন্তর্গত জামিউল উলুম মাদ্রাসা এর এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিমান বাহিনী সদর দপ্তর ইউনিট এর এয়ার অধিনায়ক এয়ার কমডোর রুসাদ দীন আছাদ, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি এর উপস্থিতিতে এতিম ও দুস্থ শিশুদের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উক্ত ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য যে, জাতীয় যে কোন দুর্যোগ মোকাবেলা এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের পাশে রয়েছে।

 

সম্পর্কিত পোস্ট