Home » বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাথে নেপালের সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাথে নেপালের সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

Author: আইএসপিআর

ঢাকা, ১৪জানুয়ারি ২০২০ঃ নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপা (General Purna Chandra Thapa) আজ মঙ্গলবার (১৪-০১-২০২০) সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জিএর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং দ্বিপাক্ষিক প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন সহায়তার বিষয়ে আলোচনা করেন। একই দিনে সফরকারী প্রতিনিধিদলটি নৌ ও বিমান বাহিনী প্রধান এর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, প্রতিনিধি দলটি আজ ঢাকা সেনানিবাসে অবস্থিত কম্বাইন্ড মিলিটারি হসপিটাল (সিএমএইচ) এবং মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ পরিদর্শন করেন। আগামীকাল প্রতিনিধি দলটি গাজীপুরে অবস্থিত বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি ও বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি পরিদর্শন করবেন। উক্ত প্রতিনিধি দলটি গত ১২ জানুয়ারি ২০২০ তারিখ ঢাকায় আগমন করেন এবং আগামী ১৫ জানুয়ারি নিজ দেশে প্রত্যাবর্তন করবেন।

সম্পর্কিত পোস্ট