Home » বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নেপালের প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নেপালের প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ

Author: আইএসপিআর

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি ২০২০ (রবিবার)ঃ নেপালে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি আজ রবিবার (০৯-২-২০২০) নেপালের সহকারী প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ঈশ¡র পোখারেল (Ishwor Pokharel) এবং সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপা (General Purna Chandra Thapa) এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান তাঁদের সাথে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা করেন।
সেনাবাহিনী প্রধান গত ০৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখ নেপালে পৌঁছালে নেপাল সেনাবাহিনী সদর দপ্তরে নেপালের একটি চৌকস সেনাদল বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। সেনাবাহিনী প্রধান নেপালের আর্মি প্যাভিলিয়নে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে নেপালের ‘বীর স¥ার্ট’ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও, গতকাল (০৮ ফেব্রুয়ারি ২০২০) সেনাবাহিনী প্রধান নেপাল সেনাবাহিনীর ওয়ের্স্টান ডিভিশন সদর দপ্তর পরিদর্শন করেন। উল্লেখ্য, সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ ফেব্রুয়ারি ২০২০ তারিখ দেশে প্রত্যাবর্তন করবেন।

সম্পর্কিত পোস্ট