শুক্রবার, ৯ই জুন ২০২৩ ইং; ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ১৯শে জিলক্বদ ১৪৪৪ হিজরী
Home এএফডি যুক্তরাজ্যের HIS MAJESTY THE KING’S CORONATION PROCESSION উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক প্রতিনিধি দলের অংশগ্রহণ

যুক্তরাজ্যের HIS MAJESTY THE KING’S CORONATION PROCESSION উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক প্রতিনিধি দলের অংশগ্রহণ

100
0

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৩ঃ যুক্তরাজ্যের HIS MAJESTY THE KING’S CORONATION PROCESSION উদযাপন উপলক্ষ্যে যুক্তরাজ্যের আমন্ত্রণে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন¡য়ে সশস্ত্র বাহিনীর ১০ সদস্য বিশিষ্ট একটি কন্টিনজেন্ট আজ ২৭ এপ্রিল ২০২৩ তারিখে লেঃ কর্নেল সাদাত মোহাম্মদ হাসান, পিএসসি এর নেতৃত্বে যুক্তরাজ্যে গমন করেছে।

কুচকাওয়াজ সমাপ্ত হওয়ার পর আগামী ০৭ মে ২০২৩ তারিখ উক্ত সমন্বিত কন্টিনজেন্টটি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। উক্ত কুচকাওয়াজে অংশগ্রহণ রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

Press Relase

(100)

Close