Home » অপারেশন কুয়েত পূণর্গঠন (ওকেপি-৮) এ নিয়োজিত বাংলাদেশী সেনাসদস্যের জানাজা অনুষ্ঠিত

অপারেশন কুয়েত পূণর্গঠন (ওকেপি-৮) এ নিয়োজিত বাংলাদেশী সেনাসদস্যের জানাজা অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ১৭ জুন ২০২১ ঃ গত ১১ জুন ২০২১ তারিখ অপারেশন কুয়েত পূণর্গঠন (ওকেপি-৮) এ নিয়োজিত বাংলাদেশী সেনাসদস্য সার্জেন্ট মুকুল হোসেন ব্রেইন হেমারেজ জনিত কারণে মৃত্যুবরণ করেন। আজ বৃহস্পতিবার (১৭-৬-২০২১) ঢাকা সেনানিবাসে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় মনোনীত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি সহ ঢাকা সেনানিবাসের ঊধর্¡তন কর্মকর্তাগণ ও সকল পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজার পর মনোনীত সেনাবাহিনী প্রধান মরহুমের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সেনাসদস্যের মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে নিজ গ্রামের বাড়ী (কিশোরগঞ্জ, নীলফামারী) প্রেরণ করা হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় মরহুমের দাফনকার্য সম্পন্ন হয়।

উল্লেখ্য, প্রয়াত সেনাসদস্যের মরদেহ গত ১৭ জুন ২০২১ তারিখ রাত ০১২০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকায় এসে পৌঁছায়।

 

সম্পর্কিত পোস্ট