Home » অষ্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

অষ্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

Author: আইএসপিআর

ঢাকা, ১৬ অক্টোবর ২০১৯ঃ অষ্ট্রেলিয়া নৌবাহিনীর আয়োজনে সিডনীতে অনুষ্ঠিত ‘সী পাওয়ার কনফারেন্স-২০১৯’ এ অংশগ্রহণ শেষে মঙ্গলবার (১৫-১০-২০১৯) রাতে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর এস এম আবুল কালাম আজাদ নৌপ্রধানকে স্বাগত জানান।

সফরকালে নৌপ্রধান উক্ত কনফারেন্সে অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন। কনফারেন্সে বৈশি¡ক সমুদ্র নিরাপত্তা, আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা ও সমুদ্রজীবি মানুষের নিরাপত্তা জোড়দারকরণের লক্ষ্যে সমুদ্রতীরবর্তী রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও সমুদ্র বাণিজ্য রক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করার উপরে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া, বাংলাদেশ নৌবাহিনী প্রধান অষ্ট্রেলিয়ার নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মাইকেল নুনান (Michael Noonan), ফ্রান্সের নৌবাহিনী প্রধান এডমিরাল ক্রিষ্টোফি প্রাজুক (Christophe Prazuck), যুক্তরাষ্ট্রের ৭ম নৌবহরের প্রধান ভাইস এডমিরাল উইলিয়াম বিল মার্জ (William Bill Merz) এবং ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নৌ কমান্ডের প্রধান ভাইস এডমিরাল অতুল কুমার জেইন (Atul Kumar Jain) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি তিনি উক্ত কনফারেন্সে আগত অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথেও মত বিনিময় করেন।

উল্লেখ্য, অষ্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে নৌপ্রধান গত ০৬ অক্টোবর ২০১৯ তারিখে ঢাকা ত্যাগ করেন।

সম্পর্কিত পোস্ট