Home » আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে পিসকিপার্স রান অনুষ্ঠিত

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে পিসকিপার্স রান অনুষ্ঠিত

Author: আইএসপিআর

UN Peacekeeping Day Runঢাকা, ২৯ মে ২০১৬ঃ- বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি আজ রবিবার (২৯-৫-২০১৬) বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। দিবসটি উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্রগ্রাম এর ব্যবস্থাপনায় এ দিন প্রত্যুষে এক “পীস কিপার্স ডে রান-২০১৬” অনুষ্ঠিত হয়।“পীস কীপার্স ডে রান” তেজগাঁওস্থ বিএএফ ফ্যালকন হল থেকে শুরু হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শেষ হয়। অন্যদিকে, জহুরুল হক ঘাঁটিতে পীস “কিপার্স ডে রান”টি ঘাঁটিস্থ জহুর গার্ডরুম এলাকা থেকে শুরু হয়ে কর্ণফুলি গার্ডরুমে শেষ হয়। মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে বাশার ঘাঁটি আয়োজিত “পীস কিপার্স রান” উদ্বোধন করেন এবং রানে অংশগ্রহণ করেন। অন্যদিকে, প্রধান অতিথি হিসেবে রিয়ার এডমিরাল আখতার হাবীব, এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি, কমান্ডার চট্টগ্রাম নেভাল এরিয়া, নিউ মুরিং, চট্টগ্রাম বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে জহুরুল হক ঘাঁটি আয়োজিত “পীস কিপার্স রান” উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, জাতিসংঘের  ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ও জহুরুল হক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর এ এইচ এম ফজলুল হক, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং অবদানের কথা উল্লেখ করে ভাষণ প্রদান করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিগণ, বিভিন্ন স্কুল/কলেজের ছাত্র-ছাত্রী, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, সম্মানিত ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সদস্যগণ উক্ত পীস কিপার্স রানদ্বয়ে অংশগ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট