Home » আর্মি গল্ফ ক্লাবে “৭ম ঢাকা ব্যাংক ভিক্টরী ডে কাপ গল্ফ টুর্নামেন্ট – ২০২১” এর পর্দা উঠলো

আর্মি গল্ফ ক্লাবে “৭ম ঢাকা ব্যাংক ভিক্টরী ডে কাপ গল্ফ টুর্নামেন্ট – ২০২১” এর পর্দা উঠলো

Author: আইএসপিআর

ঢাকা, ১৭ ডিসেম্বর- ঢাকা সেনানিবাসস্থ আর্মি গল্ফ ক্লাবে আজ শুক্রবার (১৭-১২-২০২১) চার দিন ব্যাপী “৭ম ঢাকা ব্যাংক ভিক্টরী ডে কাপ গল্ফ টুর্নামেন্ট – ২০২১” উদ্বোধন হয়েছে। গত ১৫ ডিসেম্বর ২০২১ থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট আগামীকাল শনিবার (১৮ ডিসেম্বর ২০২১) সমাপ্ত হবে। আজ শুক্রবার টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব, মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি (Md Moshfequr Rahman)। এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসানুল হক মিয়া (অবঃ) (Md Ahsanul Huq Miah (Rtd) , ভাইস প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব, জনাব ইমরানুল হক (Emranul Huq), ম্যানেজিং ডাইরেক্টর এ্যান্ড সিইও, ঢাকা ব্যাংক লিমিটেড, ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী অবঃ, (Shah-Noor- Jilani), চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি, কর্নেল সাজ্জাদ হোসেন (Shazzad Hossain), গল্ফ ক্যাপ্টেন, আর্মি গল্ফ ক্লাব, লেঃ কর্নেল মোঃ গোলাম মন্জুর সিদ্দিকী (Md Gholam Monzoor Siddique), সদস্য সচিব, আর্মি গল্ফ ক্লাব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরীতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে ৭৫০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশী খেলোয়াড়ও অংশ নিচ্ছেন।

আগামী ১৮ ডিসেম্বর ২০২১ রোজ শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

সম্পর্কিত পোস্ট