Home » এএফডব্লিউসি-২০১৭ তে অংশগ্রহণকারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন

এএফডব্লিউসি-২০১৭ তে অংশগ্রহণকারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন

Author: আইএসপিআর

ঢাকা, ১৩ আগস্ট ২০১৭: ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর পরিচালনায় আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০১৭ তে অংশগ্রহণকারী ৩৫ জন কোর্স মেম্বার এবং ০৮ জন অনুষদসদস্যসহ সর্বমোট ৪৭ জন আজ রবিবার (১৩-৮-২০১৭) শেরেবাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল হক।

এ উপলক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের উপর একটি উপস্থাপনার আয়োজন করা হয় এবং এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা পারভীন উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভাপতি মহোদয় তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার সশস্ত্রবাহিনীর উন্নয়নে ‘ফোর্সেস গোল ২০৩০-এর মাধ্যমে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা আস্থাশীল যে, এএফডব্লিউসি-র কোর্স সদস্যগণ ফোর্সেস গোলের আলোকে আন্তর্জাতিক শান্তি,স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট