Home » এমআইএসটিতে এ্যারো ডে-২০১৬ উদযাপিত

এমআইএসটিতে এ্যারো ডে-২০১৬ উদযাপিত

Author: আইএসপিআর

ঢাকা, ০৮ সেপ্টেম্বর: এমআইএসটির এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী এ্যারো ডে-২০১৬ হিসেবে ০১ সেপ্টেম্বর ২০১৬ (বৃহস্পতিবার) পালন করা হয়েছে। এ্যারো ডে-২০১৬ উপলক্ষে দিনের শুরুতে বিভিন্ন প্রতিযোগীতা ও অলিম্পিয়াডে প্রায় ১০০ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে।

aero-day-2016-observed-at-mist-web-1এমআইএসটি ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। প্রধান অতিথি তাঁর ভাষনে বলেন, ‘‘আজকের এ্যারোনটিক্যালের ছাত্র/ছাত্রীরা আগামী দিনের বাংলাদেশের বিমান শিল্পের ভবিষ্যত। সেদিন খুব বেশি দুরে নয় যেদিন ছাত্র/ছাত্রীরা তাদের মেধা, জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজস্ব দেশীয় বিমান তৈরি করবে।’’ এমআইএসটিতে ভবিষ্যতে নিয়মিত ভাবে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য,  বাংলাদেশের এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজনীয়তা এবং ভবিষ্যত সম্ভাবনা উপলব্ধি করে জানুয়ারি ২০০৯ এ এমআইএসটিতে এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডির্পাটমেন্ট যাত্রা শুরু করে।

সম্পর্কিত পোস্ট