Home » এমআইএসটিতে Health Run অনুষ্ঠিত

এমআইএসটিতে Health Run অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ২৮ মার্চ: এমআইএসটি এর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে হেলথ্ রান (Health Run) বুধবার (২৮-৩-২০১৮) মিরপুর সেনানিবাসস্থ মিলিটারী ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজী (এমআইএসটি)তে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এমআইএসটি এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ আবুল খায়ের এনডিসি,পিইঞ্জি: সহ উধ্বর্তন সামরিক -বেসামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সুস্বাস্থ্য-সুন্দর ও সার্থক জীবনের জন্য অপরিহার্য নিয়ামক। এই উদ্দেশ্যে হেলথ্ রান (Health Run) এ অংশগ্রহণকারীগণ জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, নিয়মিত শরীরচর্চা এবং মাদক থেকে দূরে থাকাকে সকল সময় উৎসাহিত করেন। মিলিটারি ইনস্টিটিউট অব সাই›স এন্ড টেকনোলজি (গওঝঞ) কারিগরী শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে ছাত্র ছাত্রীদের নৈতিক জীবন যাপন, সুস্বাস্থ্য এবং মাদক বিরোধী কঠোর অবস্থানকে উৎসাহিত করে।

এর ধারাবাহিকতায় স্বাস্থ্য সচেতনতা ও শরীরচর্চা বিষয়ে ব্যক্তি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমআইএসটিতে হেলথ্ রান (Health Run) এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সুস্বাস্থ্য এর পাশাপাশি মাদকের কুপ্রভাব, এর বিস্তার ও সেবন রোধকল্পে ব্যক্তি ও সামাজিক সচেতনার বিষয়সমূহ গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়।

সম্পর্কিত পোস্ট