Home » করোনা প্রতিরোধে রাজধানীতে নৌবাহিনীর সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

করোনা প্রতিরোধে রাজধানীতে নৌবাহিনীর সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

Author: আইএসপিআর

ঢাকা, ১৭ এপ্রিল ২০২০ঃ দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় রাজধানীর ধানমন্ডি, ঢাকা সিটি কলেজ এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত ও আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ঔষধ ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে নৌবাহিনী। আজ শুক্রবার (১৭-০৪-২০২০) নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালনা করে। দুপুরে কুড়িল কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম, মোয়াজ্জিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করা হয়। এসময় মসজিদগুলোতে যাতে অতিরিক্ত জনসমাবেশ না হয় তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে স্থানীয় জনগণকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের আহবান জানানো হয়।

উল্লেখ্য, নৌবাহিনী দেশব্যাপী সংক্রমিত করোনা ভাইরাস মোকাবেলায় রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার দ্বায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত জীবাণুনাশক ঔষধ ছিটানো, চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তাছাড়া উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম পরিহার করে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট