Home » করোনা মোকাবেলায় কাপ্তাইয়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় নৌবাহিনীর খাদ্য সহায়তা প্রদান

করোনা মোকাবেলায় কাপ্তাইয়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় নৌবাহিনীর খাদ্য সহায়তা প্রদান

Author: আইএসপিআর

ঢাকা, ০৫ এপ্রিল ২০২০ঃ দেশ ব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কাপ্তাইয়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে নৌবাহিনী। আজ রবিবার (০৫-০৪-২০২০) কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জম এর তত্ত্বাবধানে জেলা নৌ স্কাউটসের সহযোগিতায় নৌসদস্য রাউপ জেলার বড়ইছড়ি সদর, কলেজ রোড, বড়ইছড়ি বাজারও তৎসংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে।এসময় জন সমাগম পরিহার করে স্থানীয় অসহায়দের হাতে হাতে জীবাণু নাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। পাশাপাশি আশেপাশের পরিবেশ জীবাণু মুক্ত রাখতে জীবাণু নাশক ঔষধ ছেটানো হয়।

এসময় নৌসদস্যরা জন সমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। সেই সাথে তারা করোনা প্রতিরোধে স্থানীয়দের মাঝে সচতেনতা তৈরি করতে বিভিন্ন লিফলেট বিতরণসহ নানা পরামর্শ প্রদান করে।

সম্পর্কিত পোস্ট